গাজীপুরে বেতন বোনাসের দাবীতে সড়ক অবরোধ।
বি এ রায়হান, গাজীপুর: গাজীপুর সিটি করপোরেশনের লক্ষীপুরা এলাকায় জুন মাসের এবং কর্মকর্তাদের সাত মাসের বকেয়া বেতন ও ঈদ বোনাসের দাবিতে সড়ক অবরোধ করে আন্দোলন করছে শ্রমিকরা। বুধবার (১৫জুলাই) সকালে স্টাইল ক্র্যাফট লিমিটেড কারখানার শ্রমিকরা এ অবরোধ করে। বিকেল পাঁচটা পর্যন্ত জয়দেবপুর সড়ক অবরোধ করে রাখে তারা। আন্দোলনরত শ্রমিকরা জানান, ওই কারখানার শ্রমিকদের মাসিক বেতন ও বোনাস সঠিক সময়ে পরিশোধ করছেন না কর্তৃপক্ষ। একাধিকবার পরিশোধের সময় নির্ধারণ করা হলেও তার পরিশোধ করা হয়নি। এভাবে পর্যায়ক্রমে স্টাফদের চলতি বছরের তিন মাস ও গত দুই বছরের চার মাসের বেতন বকেয়া রয়েছে। গত রমজানের ঈদে বেতন ও বোনাস আন্দোলন করে নিতে হয়েছে তাদের। গতকাল মঙ্গলবার কারখানার উৎপাদন কাজ বন্ধ করে বেতন চাওয়া হলে কর্তৃপক্ষ সন্ধ্যায় বেতন বোনাস পরিশোধ করা হবে বলে জানান। কিন্তু তারা তাদের কথামত বেতন বোনাস পরিশোধ করেননি। বুধবার সকালে শ্রমিকরা পুনরায় বেতনের দাবি জানালে কর্তৃপক্ষ ফের সময় নির্ধারণ করে দিলে শ্রমিকরা উত্তেজিত হয়ে উঠে কারখানার ভেতর কর্মবিরতি পালন শুরু করেন। এসময় কিছু উত্তেজিত শ্রমিক সড়কে অবস্থান নিয়ে ঢাকা-জয়দেবপুর সড়ক অবরোধ করে বিক্ষোভ করে। এতে সড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। গাজীপুর মহানগরের সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, পুলিশ বেতন পরিশোধের আশ্বাস দিলেও শ্রমিকরা তা মানছেন না। বিষয়টি মীমাংসার জন্য কারখানা কর্তৃপক্ষকে ডাকা হয়েছে। তারা আসলেই আলোচনা সাপেক্ষে ব্যাবস্থা গ্রহন করা হবে।